করোনা পরীক্ষায় নেগেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন! সাকিব আল হাসান। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অংশ নিতে পারেন তিনি। যদিও তার অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এখনও।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে কিছু ম্যাচও খেলেছিলেন। তারপর আবারও ছুটে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দলে ছিলেন সাকিব। ফলে এই সিরিজ খেলতে আবারও দেশে ফেরেন তিনি। রবিবার দেশে ফেরার পর দুই দফা করোনা পরীক্ষা করানো হয়েছে তার। দুইবারই পজিটিভ শনাক্ত হয়েছেন। এতে চলে যেতে হয় আইসোলেশনে।তবে এবার সাকিবের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘সাকিব খেলার মত ফিট হলে অবশ্যই খেলবে।’
তবে এবার সাকিবের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
টিম ম্যানেজমেন্টও সাকিবের নেগেটিভ হওয়ার খবরে খুশি। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘সাকিবের নেগেটিভ হওয়ার বিষয়টা শুনেছি। ম্যানেজমেন্টের মধ্যেও আলোচনা হয়েছে। সাকিবের সঙ্গে কথা বলেই সব ঠিক করা হবে। খেলতে পারলে অবশ্যই দলের জন্য ভালো।’