October 9, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

কন্যা সন্তানের জনক হলেন মুশফিক….!!

চলমান এশিয়া কাপের মাঝপথে গতকাল দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। আজ পেলেন সুসংবাদ। দ্বিতীয় সন্তানের বাবা হলেন দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার। এবার কন্যা সন্তানের পিতা হয়েছেন মুশফিক।

 

সোমবার (১১ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়েছেন মুশফিক নিজেই। দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পাওয়া মুশফিক তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আসসালামুআলাইকুম সবাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে আছেন, দয়া করে আমাদের জন্য দোয়া করবেন।’

 

মুশফিক প্রথম সন্তানের বাবা হন২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি। পুত্র সন্তান সাহরোজ রহিম মায়ানের সাড়ে পাঁচ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হলেন। আজ সকালে মুশফিকুর রহিম ও জান্নাতুল কিফায়াত মন্ডির ঘরে জন্ম নিয়েছে কন্যা সন্তান।

 

আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচের আগে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে মুশফিকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *