October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

কত টাকায় কিনতে পারবেন বিশ্বকাপের টিকেট?

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ।কয়েক দফায় বিশ্বকাপের সূচি পরিবর্তনের পর অবশেষে বিশ্বকাপের টিকেট ছাড়ার দিনক্ষণ ঘোষণা করল বিসিসিআই।আগামী ২৫ আগস্ট থেকে বিশ্বকাপের টিকেট কিনতে পারবেন সাধারণ দর্শকরা।তবে স্বাগতিক ভারতের ম্যাচের টিকেট এদিন থেকেই বিক্রি শুরু করবে না ভারতীয় ক্রিকেট বোর্ড।৩১ আগস্ট থেকে বিশ্বকাপে ভারতের মূল ম্যাচের টিকেট ছাড়া হবে।৩ সেপ্টেম্বর বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। তবে বাংলাদেশ-ভারতের ম্যাচের টিকেট পাওয়া যাবে ৩১ আগস্ট থেকে। দর্শকরা চাইলে ভারত বাদে অন্যান্য দলের ম্যাচের টিকেট ক্রয় করতে পারবে ২৫ আগস্ট থেকে।
এবারের বিশ্বকাপে টিকিটের দামেও তারতম্য রেখেছে বিসিসিআই।সব ম্যাচের টিকিটের দামও এক নয়।ম্যাচ ও ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে টিকিটের দাম।এমনকি ভিন্নতা থাকছে ভারতের ম্যাচের টিকেটের দামেও।আমেদাবাদে টিকেটের যে দাম থাকবে,মুম্বাইয়ের ম্যাচের টিকেটের দাম তা থাকবে না।আবার কলকাতায় টিকিটের দাম হবে আরেক রকম। ইডেন গার্ডেন্সে সবচেয়ে কম টিকিটের মূল্য রাখা হয়েছে বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচে।জনপ্রতি ৬৫০ থেকে ১৫০০ ভারতীয় রুপিতর বিনিময়ে মাঠে বসে এই খেলা দেখা যাবে।অন্যদিকে ইডেন গার্ডেন্স এর সবচেয়ে বেশি টিকেটের মূল্য রাখা হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে।স্বাগতিকদের এই ম্যাচ মাঠে বসে উপভোগ করতে হলে জনপ্রতি খরচ হবে ৯০০ থেকে ৩০০০ ভারতীয় রুপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *