প্রথম দিকে ইঞ্জুরির কারনে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের সিরিজের স্কোয়াডে না থাকলেও কাটিয়ে ঠিক একদিন আগে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াডের কিমা রেচের নাম ঘোষণা করেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের কাউন্টি লিগ খেলার সময় ইঞ্জুরিতে পরে কিমা রোচ ফলে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ খেলা অনিশ্চিত ছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কিমা রোচের জন শেষ ডিন পরযন্ত অপেক্ষা করছেন বর্তমান ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেলে সব থেকে অভিজ্ঞ বোলার কিমা রোচ। রোচের ফিরে আশা টা বর্তমান তরুন বোলারদের আলাদা একটু সাহস যোগাবে বর্তমান আইসিসির র্যাংকিং অনুযায়ী কিমা রোচ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে কিমা রোচ ৭২ টি টেস্ট ম্যাচ খেলে ২৪৬ উইকেট রয়েছে তার জুলিতে বাংলাদেশ বনা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম খেলা হবে স্যার বিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আর এই মাঠেই কিমা রোচের ৪৩ উইকেট রয়েছেন। বাংলাদেশের বিপক্ষে এই মাঠেই মাএ ৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন। বাংলাদেশর বিপক্ষে কিমা রোচে উইকেট রয়েছে ৩৪ টি। কিমা রোচের ফিরে আশা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচ সিমন্স বলেন। কিমা রোচ ফিরে আশাতে ধারুন হয়েছে সে এখন ম্যাচ খেলার জন্য ফিট। কিমারোচ নতুনদের অনুপ্রেরনার যোগাবে। তাছাড়া ও সে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের দারপ্রান্তে। সে আমাদের যা দিবে আমরা তাতেই খুশি থাকবো। এছাড়া ও কিমারোচ মানুষ হিসেবে ড্রেেসিংরুমে দারুন
ক্রিকেট
ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন অভিজ্ঞ বোলার কিমা রোচ
- June 16, 2022
- 0 Comments
- Less than a minute
- 2 years ago