ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট জয় দিয়ে শেষ করল অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিরুদ্ধে সিডনিতে ৮ উইকেট জিতল তারা। ঘরের মাঠে টেস্ট জিতে সাদা জার্সি খুলে রাখলেন ওয়ার্নার। টেস্ট সিরিজ়ে জয় ৩-০ ব্যবধানে।
সিডনিতে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন ওয়ার্নার। তাঁর সেই আশা পূরণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর শনিবার দলকে জিতিয়ে শেষ করলেন ওয়ার্নার। জয়ের জন্য শেষ ইনিংসে প্রয়োজন ছিল ১৩০ রান। ওয়ার্নার করলেন ৫৭ রান। সাজিদ খানের বল এলবিডব্লিউ না হলে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়তে পারতেন অস্ট্রেলিয়ার ওপেনার।
ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৩১৩ রান। ৮৮ রান করেন মহম্মদ রিজ়ওয়ান। আমের জামাল ৮২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সেই ইনিংসে প্যাট কামিন্স ৫ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শেষ হয়ে যায় ২৯৯ রানে। মার্নাস লাবুশেন করেন ৬০ রান। মিচেল মার্শ করেন ৫৪ রান। বল হাতে জামাল নেন ৬ উইকেট। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভরসা করেই সিডনিতে দাপট দেখাচ্ছিল পাকিস্তান।