October 9, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ-নিউজিল্যান্ডের পরিসংখ্যান

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর আড়াই টায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

 

বাংলাদেশ ও নিউজিল্যান্ড এর আগে নিজেদের মুখোমুখি হয়েছে ৩৮ বার।যেখানে বাংলাদেশ জিতেছে ১০ টি ম্যাচে। পক্ষান্তরে নিউজিল্যান্ড জিতেছে ২৮ ম্যাচে।

 

বাংলাদেশ যে ১০টি ম্যাচে জিতেছে তার ৮ টিই ঘরের মাঠে। বাকি দুটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে।

নিউজিল্যান্ডের মাটিতে এখনো কোনো ম্যাচ জেতা হয়নি টাইগারদের।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান মাহমুদউল্লাহ রিয়াদের।২৪ ম্যাচে তার রানসংখ্যা ৬৭৬। আর ৩৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার সাকিব আল হাসান।

 

কিউইদের পক্ষে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান রস টেইলরের। ৭৮৬ রান নিয়ে সবার উপরে আছেন তিনি। ৩৩ উইকেট নিয়ে টাইগারদের বিপক্ষে কিউইদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার কাইল মিলস।

একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান ৩০৯। পক্ষান্তরে, নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান ৩৪১।

আর ২০০২ সালে কলম্বোয় ৭৭ রানে অলআউট হওয়া ম্যাচটিই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

টাইগারদের বিপক্ষে কিউইদের সর্বনিম্ন স্কোর ১৬২ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *