ওয়ানডে বিশ্বকাপের বাকি নেই দেড় মাসও। তবে তার আগেই শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ মিশন। আগামী ৩০শে আগস্ট পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো স্কোয়াড ঘোষণা করেছে এশিয়া কাপের জন্য। প্রস্তুতি নিচ্ছে শিরোপার মিশনেও।
এশিয়া কাপের জন্য প্রস্তুত বাংলাদেশ দলও। স্কোয়াড ঘোষণার পর মিরপুরে এতোদিন টাইগারদের রুদ্ধদ্বার প্রস্তুতি ক্যাম্প ছিল। সেই ক্যাম্পে নিজেদের সর্বোচ্চ ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল।
এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে শনিবার মিরপুরে কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব আল হাসান।
এসময় গণমাধ্যমকর্মীরা সাকিবের কাছে বিশ্বকাপ ও এশিয়া কাপে নিজেদের পরিকল্পনা জানতে চায়। সাকিব বলেন, এশিয়া কাপ ও বিশ্বকাপে আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জয়। আমরা প্রতিটি ম্যাচ আলাদা আলাদা করে টার্গেট করবো। ওয়ান বাই ওয়ান জয়ের পরিকল্পনা।
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ৩১ অগাস্ট কেন্ডিতে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ৩রা সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে আফগানিস্তানের বিপক্ষে। ক্যান্ডিতেই হবে বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই। ‘এ’ গ্রুপে এই দুই পরাশক্তির সঙ্গে আছে নেপাল।