ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পেসার এবাদত হোসেন। গত আফগানস্থান সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন হাটুর চোটে মাঠ ছাড়েন এবাদত। এবার সেই চোটের কারণে এশিয়া কাপ থেকেও ছিটকে গেলেন এই স্যালুটম্যান।
এবাদত এশিয়া কাপের দলে থাকছেন না তা সোমবারই আংশিকভাবে জানিয়েছিলো বিসিবি কতৃপক্ষ।মঙ্গলবার তা পুরোপুরি নিশ্চিত হয়ে গেল।
এবাদতের বদলি হিসেবে তানজিম হাসান সাকিব ও খালেদের মধ্যে যে কোনো একজনকে নেওয়া হবে বলা হলেও শেষ পর্যন্ত উদীয়মান পেসার তানজিম হাসান সাকিবই এবাদতের পরিবর্তে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেল।এর আগে এশিয়া কাপের স্টান্ডবাই তালিকায় জায়গা হয়েছিল জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা এ পেসারের।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আগামী ২১শে সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ইনজুরির কারণে সেই সিরিজেও বিশ্রামে থাকতে হতে পারে এবাদতের।