আসন্ন এশিয়া কাপ উপলক্ষে দল ঘোষণার সময়সীমা শেষ দিন ছিল ১২ই আগস্ট।আগেই দল গঠন করা হয়ে গেলেও অধিনায়ক ইস্যু নিয়ে জটিলতা থাকায় দল ঘোষণা করতে বিলম্ব হচ্ছিল বিসিবির।
১১ই আগস্ট শুক্রবার আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ উপলক্ষে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি। শনিবার ১২ই আগস্ট সাকিবের নেতৃত্বেই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল বিসিবি।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এই দল ঘোষণা করেন।
এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস,মুশফিকুর রহিম,শেখ মেহেদী,তাওহীদ হৃদয়,মেহেদী হাসান মিরাজ,নাজমুল হাসান শান্ত,তানজিদ হাসান তামিম,হাসান মাহমুদ,মোস্তাফিজুর রহমান,তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম,এবাদত হোসেন,আফিফ হোসেন,শামীম পাটোয়ারী,নাসুম আহমেদ ও নাঈম শেখ.
গত বেশ কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ নেই এশিয়া কাপের দলে। ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারের দলে না থাকা নিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘শুরু থেকেই মামুদুল্লাহ রিয়াদ ম্যানেজমেন্টের আলোচনা ছিল।এরপর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দেয়,সামনে কোন দেশের সঙ্গে খেলবে এবং তার কৌশল।সেই কৌশলগত দিক বিবেচনায় মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।ম্যানেজমেন্টে পরিকল্পনা আমরা ভালো মনে করেছি।ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা রয়েছে। আমাদের এ বিষয়ে সাকিব আল হাসানের সঙ্গেও কথা হয়েছে।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে রিয়াদ থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন আপাতত এশিয়া কাপ।বিশ্বকাপের দল পরে ঘোষণা করা হবে।
আলোচিত সাত নম্বর পজিশনে কে খেলতে পারে জানতে চাইলে নান্নু বলেন,ম্যানেজমেন্ট সাত নম্বরে মিরাজের উপর কনসিডার করেছে বেশ কয়েকটি সিরিজে।তার উপর আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।
দল ঘোষণা সময় প্রধান নির্বাচকের সঙ্গে ছিলেন আব্দুর রাজ্জাক ও হাবিবুল বাশার সুমন।
উল্লেখ্য আগামী ৩১ই আগস্ট থেকে শ্রীলংকা ও পাকিস্তানের অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ।
ক্রিকেট
বাংলাদেশ
এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা : দলে নেই মাহমুদুল্লাহ…!!
- August 12, 2023
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
শেয়ার করুন:
Related Post
আন্তর্জাতিক, ক্রিকেট, বাংলাদেশ
টানা সিরিজ হারের বৃত্ত থেকে কেন বেরোতে পারছেনা বাংলাদেশ
December 11, 2024
আন্তর্জাতিক, ক্রিকেট, বাংলাদেশ
রিয়াদ-সাকিবের ব্যাটে পথ দেখলো বাংলা, ২২৮ রানে থামল টাইগাররা
December 10, 2024
আন্তর্জাতিক, ক্রিকেট, বাংলাদেশ
দেশে ফিরেছে টাইগার যুবারা; তামিম জানিয়েছেন মজার অভিজ্ঞতা!
December 10, 2024
আন্তর্জাতিক, ক্রিকেট, বাংলাদেশ, বিশ্বকাপ ক্রিকেট
এবার কক্সবাজার ও ঢাকায় দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফি!
December 9, 2024