October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ফুটবল বাংলাদেশ

এশিয়ান গেমসে অংশ নিতে রাতেই দেশ ছাড়বেন বাংলাদেশের মেয়েরা

এশিয়ান গেমসে অংশ নিতে আজ রাতেই উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশ নারী ফুটবল দল। মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন বাংলাদেশের মেয়েরা।

এবারই প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিচ্ছে জাতীয় নারী ফুটবল দল। আর প্রথমবারেই বাংলাদেশের প্রতিপক্ষ জাপান,নেপাল ও ভিয়েতনাম।

 

২০২২ সালে নেপালের মাটিতে স্বাগতিক নেপালকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো উইমেন্স সাফ জিতেছিলো বাংলার বাঘিনীরা।

 

জাতীয় দলের আগে এএফসি অনুর্ধ-১৭ বাছাইপর্ব খেলতে ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন নারী অনুর্ধ্ব-১৭ ফুটবল দল।

 

এএফসি অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভিয়েতনাম, অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাই এই গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হওয়া একটু কষ্টসাধ্য বাংলাদেশের জন্য। এরপরও বাংলাদেশ মূল পর্বে খেলার আশা নিয়েই দেশ ছেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *