December 4, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

এলপিএলে বাবরের সেঞ্চুরি :কলম্বোর কাছে হরলো গল

লঙ্কান প্রিমিয়ার লিগের ১০ম ম্যাচে সাকিবের দল গল টাইটান্সকে ৭ উইকেটে পরাজিত করেছে কলম্বো স্ট্রাইকার্স।গলের দেওয়া বড় রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাবর আজমের সেঞ্চুরিতে এক বল আার ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় কলম্বো।
প্রথমে ব্যাট করে গল করে ১৮৮ রান।সেই রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে কলম্বোর দুই ওপেনার পিথুম নিশানকা এবং বাবর আজম। দুজনে গড়েন ১১১ রানের জুটি। ব্যক্তিগত অর্ধশত পূরণ করে আউট হন নিশানকা ৫৪(৪০)।এরপর নুয়ানিদো ফার্নান্দোকে নিয়ে আরো ৫৫ রানের জুটি গড়েন বাবর।যেখানে ফার্নান্দোর অবদান ছিলো মোটে ৮ রান।বাকি রান আসে বাবর আজমের ব্যাট থেকে। দলীয় ১৭৫ রানের মাথায় রাজিথার বলে সাকিবের হাতে কাচ দিয়ে আউট হন বাবর।৮ চার আর ৫ ছক্কায় ৫৯ বলে ১০৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি।শেষ পাঁচ বলে কলম্বোর জয়ের জন্য ১৪ রানের দরকার থাকলে এক বল হাতে রেখেই তা পূর্ণ করেন আরেক পাকিস্তানি মোহাম্মদ নওয়াজ।
আর তাতেই ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বো।
এর আগে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গল টাইটান্স টসে হেরে ব্যাট করতে নামলে তাদের দুই ওপেনার দারুণ শুরু করে। উদ্বোধনী জুটিতে আসে ৮৭ রান।১৯ বলে ৩৬ রান করে আউট হন ওপেনার লাসিথ ক্রুসপুল।আরেক ওপেনার শেভন ডেনিয়েল আউট হন অর্ধশত থেকে মাত্র এক রান দূরে থেকে।তিনে নেমে ভানুকা রাজাপাকসে করেন ৩০ রান। শেষদিকে এসে ৪ চার আর ৩ ছক্কায় টিম সেফার্টের ব্যাট থেকে আসে অপরাজিত ৩৫ বলে ৫৪ রানের ইনিংস। আর তাতেই ২০ ওভার শেষে গলের স্কোরবোর্ডে জমা হয় ৩ উইকেটে ১৮৮ রান।
এদিন গল টাইটান্সের হয়ে ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয়নি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের।বল হাতেও ৪ ওভারে ৩০ রান খরচায় ছিলেন উইকেটশূন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *