২০২১ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দেশে কোনো ম্যাচ খেলেনি। প্রায় দেড় বছর পর জামাল ভূঁইয়ারা আবার হোম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলার জন্য মুখিয়ে বাংলাদেশ দল।
বাফুফে সহ–সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সিলেট জেলা স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার নিয়ে বলেন, ‘আমরা অবশ্যই সর্বোচ্চ সংখ্যক দর্শক খেলা দেখতে পারে সেই চেষ্টা করব। দর্শকদের প্রবেশাধিকার ও স্বাস্থ্যগত বিষয়ে ফুটবল ফেডারেশন জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করছে।’ ২০১৪ সালে নেপাল ও বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ ফুটবল দলের ম্যাচে সিলেটে উপচে পড়া দর্শক হয়েছিল। দর্শক মাঠে প্রবেশ করায় ম্যাচ শুরু করতে দেরি হয়েছিল।
সিলেট জেলা স্টেডিয়ামই এখন মুলত ফিফা স্বীকৃতি ভেন্যু। সেখানে মঙ্গোলিয়া ম্যাচের বিষয়ে বাফুফের প্রস্তুতি সম্পর্কে নাবিল বলেন, ‘আমরা সিলেটে আন্তর্জাতিক ম্যাচ করব এই লক্ষ্যে বছরের শুরুতে নানা পদক্ষেপ নিয়েছি। গ্যালারি, মাঠ, ড্রেসিংরুমসহ সব কিছুই প্রস্তুত।’
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া সমর্থকদের ভালোবাসায় খেলা উপভোগ করেন, ‘আবার দেশে সমর্থকদের সামনে খেলব এটা ভেবে ভালো লাগছে।’ মালদ্বীপে বাংলাদেশি প্রবাসী অনেক। সাফে বাংলাদেশের অনেক দর্শক মাঠে প্রবেশ করতে পারেনি। এই প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রবাসীদের বেশি টিকিট পাওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আশা করি আগের তুলনায় বাংলাদেশের প্রবাসীরা বেশি থাকবে৷ যদি কম সুযোগ পায়, তাহলে ফুটবল ফেডারেশনের বিষয়টি দেখা দরকার।’