October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক নারী ক্রিকেট

এবার ক্রিকেটে আর্জেন্টিনার বিশ্বরেকর্ড

ফুটবল বিশ্বে আর্জেন্টিনার রাজত্বের কথা সবারই জানা। ডিয়েগো ম্যারাডোনা থেকে মেসি, পুরো বিশ্ব বিমোহিত এদেের প্রতি। লিওনেল মেসির হাত ধরে সর্বশেষ কাতার বিশ্বকাপে তারা তৃতীয় বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়। এর আগে কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতে ট্রেবলজয়ী মেসিরা আন্তর্জাতিক ফুটবলে অনন্য নজির গড়ে।

 

কিন্তু ২২ গজের ক্রিকেটে এখনও সেভাবে বলার মতো দল হয়ে ওঠেনি আর্জেন্টিনা। সেই দলটাই এবার টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বরেকর্ড গড়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে প্রথম বারের মতো ৪০০ রান করেছে মেসির দেশের নারী ক্রিকেটাররা।

বুয়েন্স আয়ার্সের মাঠে শুক্রবার ল্যাটিন আমেরিকান দেশ চিলির বিপক্ষে ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৪২৭ রান করেছে আর্জেন্টিনা। স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ দলীয় রেকর্ড এটি।

 

আর্জেন্টিনার এমন নজির গড়া মানেই, প্রতিপক্ষ চিলি হতাশার রেকর্ড গড়াটাই স্বাভাবিক।

২০ ওভারে মাত্র একটি উইকেট হারানো আর্জেন্টিনার দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন। ৮৪ বলে ১৬৯ রান করেছেন লুসিয়া টেইলর। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এরপর তিনি জেসিকা মিরান্ডার বলে বোল্ড হয়ে ফেরেন। আরেক ওপেনার আলবার্তিনা গালান ৮৪ বলে ১৪৫ রানের ইনিংস খেলেছেন। আরেক ব্যাটার মারিয়া কাস্তিনেইরাস করেছেন ১৬ বলে ৪০ রান।

 

লুসিয়া-গালানের উদ্বোধনী জুটিতে এসেছে ৩৫০ রান। যে কোনো উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ ২০১৯ সালে ফিলিপিন্সের বিপক্ষে ইন্দোনেশিয়ার দুই ওপেনারের গড়া ২৫৭ রানের জোট।

 

রানতাড়ায় মাত্র ৬৩ রানে অলআউট হয়ে যায় চিলি। ফলে বিশ্বরেকর্ড ব্যবধান ৩৬৪ রানে ম্যাচটি জিতেছে আর্জেন্টিনা। ম্যাচটিতে চিলির চার ব্যাটারই রানআউটের ফাঁদে পড়ে ফিরেছেন। এর আগে সর্বোচ্চ ৩০৪ রানে জিতেছিল মালি। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিলো উগান্ডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *