ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে ইনজুরিতে পড়েন পেসার এবাদত হোসেন।সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন ম্যাচের ৪২তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন এবাদত।যে কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি তাকে।
গত ১২ই আগস্ট এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।সেই দলের একজন ছিলেন পেসার এবাদত হোসেন।
তবে সোমবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এবাদতকে নিয়ে শঙ্কা আছে।ও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি।ফিজিওর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু কিছুই বলা যাচ্ছে না।’
যদি সত্যি এবাদত এশিয়া কাপের স্কোয়াড থেকে ছিটকে যান তবে তার বিকল্প হবেন কে?
প্রধান নির্বাচক নান্নু জানান, ‘এবাদতের বদলি খেলোয়াড় হিসেবে তানজিম হাসান সাকিব বা সৈয়দ খালেদের মধ্যে যে কেউ একজন হতে পারে।’
তানজিম সাকিব এশিয়া কাপের স্টান্ডবাই খেলোয়াড় হিসেবে ছিলেন।সম্প্রতি শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে বেশ ভালো করেন তিনি।অন্যদিকে খালেদ বেশ কিছুদিন থেকে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে অনুশীলন করছেন।