প্রথম টেস্টে হারার কিছু সময় পরেই,২য় টেস্টের জন্য দল ঘোষণা করলো বিসিবি।
যেখানে টেস্টে অভিষেক হতে যাচ্ছে নাসুম আহমেদের।আর দল থেকে বাদ পরেছেন এবাদত।
মীরপুরে পুরোপুরি স্পীন সহায়ক উইকেট করারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই স্কোয়াড অনুযায়ী!
দলে ওপেনার হিসেবে থাকছেন যথারীতি জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত আর বিকল্প হিসেবে জয়।২য় ম্যাচের স্কোয়াডেও আছেন মুমিনুল হক, ইয়াসির আলী ও নুরুল হাসান সোহান!
দলের অটোচয়েস মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামও আছেন স্কোয়াডে!
তবে ২য় ম্যাচের একাদশেও দেখা যাবে তাসকিনকে কেননা তাসকিন আহমেদ, খালেদ আহমেদ আর ,রেজাউর রহমানকে নিয়ে পেস এটাকিং সাজানো হয়েছে সাথে প্রথম বারের মতো দলে যুক্ত হচ্ছেন নাসুম আহমেদ!
এই ১৫ সদস্য নিয়েই সিরিজ সমতার ফন্দি সাজাবে বাংলাদেশ!
একনজড়ে মীরপুর টেস্টের স্কোয়াডঃ-
জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান, রেজাউর রহমান।