ভারতের ঘরের মাঠে তাঁদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট জিতে নতুন করে ইতিহাস রচয়িত করেছে নিউজিল্যান্ড। গত ২৪ বছরে ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজ না হারা ভারতকে নাস্তানাবুধ করেছে কিউইরা। বিশেষ করে এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপ্স একাই ধস নামিয়েছেন ভারতীয় ব্যাটারদের।
মুম্বাই টেস্টে এজাজ প্যাটেল একাই নিয়েছেন ১১ উইকেট। তবে প্যাটেলের এমন পারফরম্যান্সের পরও তাঁকে বড় মাপের ক্রিকেটার মানতে নারাজ ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। কাইফের দাবি প্যাটেলের মতো বোলার ভারতের প্রতিটি একাডেমিতে পাওয়া। দুদিন আগে নিউজিল্যান্ডের কাছে হ্যোয়াইয়াশ হওয়ার পরে এমন মন্তব্য করেন কাইফ।
আরও পড়ুনঃ- গ্লোবাল সুপার লিগের জন্য রংপুরের ‘১৪’ সদস্যের দল ঘোষণা
এজাজ প্যাটেলের প্রসঙ্গে কাইফ বলেন, ‘মিথ্যা বলছি না, আমি দিল্লিতে অনুশীলন করতে যাই, ওখানে এজাজ প্যাটেলের মতো স্পিনার প্রতিদিন দেখা যায়। এজাজ প্যাটেল ভালো বোলিং করেননি। যদি ওর পিচ ম্যাপ দেখেন, দেখবেন ও দুটি ফুলটস, দুটি শর্ট, দুটি লেংথ বোলিং করেছেন, তাতে ব্যাটসম্যানরা আউট হচ্ছেন। ৬ বলের মধ্যে ২টি বল ঠিকঠাক করছেন, তাতে আমাদের ব্যাটসম্যানরা আউট হয়ে যাচ্ছেন।’
নিউজিল্যান্ড দলে পার্ট টাইম বোলার থেকে নির্ভরযোগ্য বোলার হয়ে উঠছেন গ্লেন ফিলিপ্স। মুম্বাই টেস্টে এজাজ প্যাটেলের পাশাপাশি ম্যাচ জয়ের অবদান রেখেছেন গ্লেন ফিলিপ্স। মোহাম্মদ কাইফ জানান, একজন পার্ট টাইম বোলারের কাছে হেরে গিয়েছে ভারত। এই প্রসঙ্গে কাইফ আরও বলেন, ‘গ্লেন ফিলিপস তো পার্ট টাইম স্পিনার। পার্ট টাইমারের কাছে আমরা হেরে গেছি। মানুষ বলছে, ওয়াংখেড়েতে এজাজ প্যাটেল ২২ উইকেট নিয়েছেন, তবে যদি ওর বোলিং দেখেন, ওর বল ঠিকঠাক জায়গায় পড়েওনি। দুটি বল ভালো করেছেন, তাতেই উইকেট পেয়েছেন। সিরিজের শেষ টেস্টের হার লজ্জার। মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডের কোনো বোলিং ছিল না।’