বাংলাদেশ দল জিম্বাবুয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওডিয়াই সিরিজ খেলতে বুধবার দিবাগত রাতে দেশ ছেড়েছে । টি-টোয়েন্টিতে টাইগারদের অবস্থান দুর্বল, তার ওপর দলে নেই তিন সিনিয়র ক্রিকেটারের একজনও। তবে তাসকিন আহমেদ মনে করেন, এটা খুব স্বাভাবিক । সময়ের সাথে সাথে সবাইকেই দল থেকে বিদায় নিতে হবে। সুতরাং নতুন যারাই আসবে, তাদেরকে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।
“সিনিয়ররা না থাকায় কোনো পজিটিভ দিক নাই, এখন আমরাই সিনিয়র। বাংলাদেশ দলে সিনিয়রদের অবদান নিয়ে আমাদের ব্যাখ্যা করার কিছুই নাই, আপনারা সবাই জানেন। এক সময় সবাইকেই যেতে হবে। এক সময় আমরাও যাবো, আরেক গ্রুপ আসবে; এটাই বাস্তবতা। এখন যেহেতু আমরা আছি, চেষ্টা করব সেরাটা দিয়ে দেশকে জেতাতে”-বলছিলেন তাসকিন আহমেদ
জিম্বাবুয়ে তুলনামূলকভাবে দুর্বল হলেও স্বাগতিকদের মাটিতে তাদেরকে সমীহ করছেন তাসকিন। তবে, সিনিয়ররা না থাকলেও তরুণদের নিয়েই টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বপ্ন দেখছেন এই পেসার। এ প্রসঙ্গে তিনি বলেন, “টি-টোয়েন্টিতে আমরা আসলে আপ টু দ্য পারফর্ম করি না। তারপরও যদি চেষ্টা করি ভালো খেলা সম্ভব। আসলে প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ থেকে নতুন কিছু শেখা যায়। আমরা টি-টোয়েন্টির দলের ৯০% খেলোয়াড়ই তরুণ। ওদের সাথে প্রতিবারই কষ্ট করেই ম্যাচ জিততে হয়। আশা করি, সিরিজ জিততে পারব।”