যদি কোনো ফ্রাঞ্চাইজি লীগ হতো,অনায়াসে মুখ ফসকে বের হতো এটি কোনো স্ক্রিপ্টেড ম্যাচ। কিন্তু না।ঘটনাবহুল নাটকীয় এই ম্যাচটি দুই দল খেলেছে তাদের নিজ দেশের পতাকার জন্য।আর হয়েছে ইতিহাস। যেখানে দুইবার হয়েছে সুপার ওভার।শেষমেশ ভারতের অনৈতিক চালাকির ফলে যদিও হার হয়েছে আফগানদের,তবে ক্রিকেটকে নিজেদের ব্যপারে আরো একবার জানান দিয়েছেন গুরবাজ- নবীরা। টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন রোহিত শর্মা। আগের দুই ম্যাচে ডাক মারার পর এই ম্যাচে করলেন দুর্দান্ত সেঞ্চুর। ৬৯ বলে ৮ ছক্কা ও ১১ বাউন্ডারিতে করলেন ১২১ রান। রিঙ্কু সিং ৩৯ বলে অপরাজিত থাকেন ৬৯ রানে। বাকিরা অবশ্য কেউ কিছু করতে পারেনি আর। তবুও নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২১২ রান। জবাব দিতে নেমে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান মিলে গড়েন ৯৩ রানের জুটি।
৩২ বলে ৫০ রান করে আউট হন গুরবাজ। ইবরাহিম জাদরানও করেন ৪১ বলে ৫০ রান। গুলবাদিন নাইব ২৩ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। ১৬ বলে ৩৪ রান করেন মোহাম্মদ নবি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রানের। গুলবাদিন নাইব চার-ছক্কা মেরেও রান তুলতে পেরেছেন ১৮টি। ম্যাচ হয়ে যায় টাই। যে কারণে খেলা গড়ায় সুপার ওভারে। এ পর্যায়ে প্রথমে ব্যাট করতে নামেন মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইব। মুকেশ কুমারকে পিটিয়ে তারা তোলেন ১৬ রান। জবাব দিতে নেমে প্রথম ২ বলে ২ রান নেন রোহিত এবং জয়সওয়াল। পরের দুই বলে দুটি ছক্কা মারেন রোহিত। ৫ম বলে ১ রান নেন তিনি। শেষবলে যখন দুই রান প্রয়োজন ছিলো তখনি চালাকি করেন রহিত।ইচ্ছাকৃতভাবে মাঠের বাহিরে চলে যান তিনি,কেননা তিনি এমন একজনকে নামাতে চেয়েছেন যে দ্রুত রান নিতে পারে।কিন্তু নিয়ম অনুযায়ী যে একবার সুপার ওভারে আউট হয় সে আর ২য় সুপার ওভারে নামতে পারেনা।যাইহোক শেষবলে জয়সওয়াল ১ রান নিলে ম্যাচ আবারও টাই হয়। ফলে দ্বিতীয় সুপার ওভারে খেলা গড়ায়।
কিন্তু এবার আবার ব্যাট করতে নামে রহিত। নিয়ম না থাকলেও আম্পায়াররা কিছুই বলেনি তাকে।বরঙ অনেকে বলছেন রহিত রিটায়ার্ড হাট হয়ে নেমেছেন,রিটায়ার্ড আউট নয়। কিন্তু ম্যাচ শেষে ভারতের কোচ নিজে বলেছেন ইচ্ছাকৃত আউট হয়েই নেমেছিলেন রহিত! কিন্তু সেই প্রশ্ন এখন থেকেই যায়,তাহলে নিয়মের বাহিরে ২য় বার নামলেন কিভাবে?অথচ আম্পায়ার সেটি ভুলে গেলেও ভুলে যায়নি আফগানদের ক্ষেত্রে! তাদের আগের সুপার ওভারে যে বল করেছেন তাকে আর বল করতে দেয়নি এবার।যাই হোক ২য় সুপার ওভারে রোহিত শর্মা প্রথম দুই বলে নেন ১০ রান। ৩য় বলে ১ রান করে স্ট্রাইকে দেন রিঙ্কু সিংকে। কিন্তু আফগান পেসার ফরিদ আহমেদের বলে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রিঙ্কু। পরের বলে সাঞ্জু স্যামসনকে আউট করেন ফরিদ। ভারতের সংগ্রহ দাঁড়ায় ১১। ১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন মোহাম্মদ নবি এবং রহমানুল্লাহ গুরবাজ। প্রথম বলেই আউট হয়ে যান নবি। পরের বলে রবি বিষ্ণোইয়ের কাছ থেকে ১ রান নেন করিম জানাত। তৃতীয় বলে আউট হয়ে যান গুরবাজ। ফলে থ্রিলার এই ম্যাচের সমাপ্তি ঘটে আফগান ট্রেজেডির মাধ্যমে।ম্যাচটিতে সুপার ওভারসহ টোটাল রান হয়েছে ৪৬৯!