কিছু দিন আগে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন আমেরিকায়।মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে ইতিমধ্যে রেকর্ড টানা ছয় ম্যাচে গোল করেছেন মেসি।
তবে ইউরোপ ছাড়লেও গত মৌসুমের পারফরম্যান্সের হিসেবে উয়েফা বর্ষসেরা ফুটবলারের তালিকায় নাম আছে এই আর্জেন্টাইন সুপারস্টারের।তিন জনের সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে আছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির দুই ফুটবলার কেভিন ডি ব্রুইনা ও আর্লিং হালান্ড।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে রেকর্ড ৫২ টি গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড।এর মধ্যে চ্যাম্পিয়ন লীগে করেন আসরের সর্বোচ্চ ১২ গোল।
কেভিন ডি ব্রুইনা গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৭ গোলের পাশাপাশি করেছেন ১৬ টি এসিস্ট।পাশাপাশি চ্যাম্পিয়ন লীগে তার ২টি গোল
রয়েছে।
২০২২ ফিফা বিশ্বকাপে দারুণ পারফর্ম করে দলকে ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটান লিওনেল মেসি।পাশাপাশি ২২-২৩ চ্যাম্পিয়ন লীগে পিএসজির হয়ে তার পা থেকে আসে ৪ গোল।
উয়েফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন গত মৌসুমে ম্যানসিটির হয়ে ট্রেবল জয়ী কোচ পেপ গার্দিওলা,ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন লীগের ফাইনালে তোলা সিমন ইনজাগি ও সিরিএ চ্যাম্পিয়ন নাপোলির কোচ লুজিয়ানো স্পালোত্তি।
আগামী ৩১শে আগস্ট বর্ষসেরাদের নাম ঘোষণা করবে উয়েফা।