হাঁটুর ইনজুরির কারণে ইতিমধ্যে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন পেসার এবাদত চৌধুরী।
তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
গত আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন হাটুর চোটে পড়েন এবাদত হোসেন।
ছয় সপ্তাহ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে থাকলেও আশানুরূপ ফলাফল আসেনি।যে কারণে এশিয়া কাপের দলে থাকার পরও পরবর্তীতে ছিটকে যান তিনি।
বিশ্বকাপের আগেই তাকে ইনজুরিমুক্ত চায় বিসিবি। এজন্য এবাদতকে পাঠানো হবে বিদেশে।
এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা এবাদতকে কোথায় পাঠাবো, এখনও ঠিক করিনি। তবে সুযোগ খুঁজছি।এ মাসের মধ্যেই জানা যাবে তার পরবর্তী চিকিৎসা কী হবে। ’
তবে জানা গেছে, এবাদতের ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে হাঁটুর চিকিৎসা বেশ ভালো। একই সঙ্গে আগে থেকেই ইংল্যান্ডের ভিসাও করানো হয়েছে তার। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময় পাওয়া চোট তাকে বেশ ভোগাচ্ছে।