October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ

ঈশ্বর যা দিবেন তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, আমি কৃতজ্ঞ।

আর একটা রান পেলেই পেয়ে যান দ্বিশতকের দেখা। এমন সময় ঠিক করে রাখলেন, এই বলে ঠিক এই শটটাই খেলবেন। কারণ ওভার শেষ হয়ে যাবে বলে পরের বলে স্ট্রাইকে আসবেন আসিথা ফার্নান্দো, যিনি আসলে ব্যাটার নন।

সংবাদ সম্মেলনে বারবার ক্রিকেটীয় দর্শন আউড়ে ম্যাথিউস বলতে চাইলেন, তার ভাগ্যেই লেখা ছিল ১৯৯ রান। তিনি বলেন, ‘ঐ একটা রান পেলে ভালো হত। তবে ঈশ্বর আপনাকে যা দেবেন তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিৎ। ভালো ইনিংস খেলতে পেরে আমি কৃতজ্ঞ। আশা করি এটা আমাদের জয় এনে দেবে।’

তিনি বলেন, ‘শটটা পূর্বপরিকল্পিত ছিল। আমি ঠিকভাবে খেলতে পারিনি। ক্রিকেটে যে দুর্ভাগা বিষয়গুলো হয় এটা তার একটা। ক্রিকেটে এমন হয়। কখনও ভাগ্য আপনার পক্ষে থাকবে, কখনও বিপক্ষে থাকবে। সুযোগ পেলে আপনাকে কাজে লাগাতে হবে। ক্রিকেট এমন যে কখনও বাজে বল করে উইকেট পাবেন, কখনও ভালো বল করে উইকেট পাবেন না। ব্যাটাররা ভালো খেলেও আউট হয়ে যায়। যা-ই হোক, মেনে নিতে হবে।’

নাঈম হাসান ততক্ষণে ৫ উইকেট শিকার করে ফেলেছেন। ১৫৩টম ওভারের শেষ বলে কেন স্লগ করতে গেলেন, তার ব্যাখ্যায় ম্যাথিউস বলেন, ‘শেষ ব্যাটারকে সাথে নিয়ে ঐ বলে আমি রান নিতে চেয়েছিলাম, ঐ বলেই ডাবল সেঞ্চুরি চেয়েছিলাম। আমার হিসাবনিকাশে ভুল ছিল, আর দুর্ভাগ্যবশত সাকিব ধরে ফেলেছে। এই একটা রান পেলে ভালো হত। তবে যা বললাম, ক্রিকেট এমনই!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *