October 15, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

ইনজুরিতে বিশ্বকাপ শঙ্কা যাদের

আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর।বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বেশ কিছু দল।তবে দিন যত ঘনিয়ে আসছে, ততই একের পর এক দু:সংবাদ হয়ে আসছে ক্রিকেটারদের ইনজুরি।

 

ইতিমধ্যে বিভিন্ন দেশের বেশ কিছু তারকা ক্রিকেটার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। কারো বা এখনো ইনজুরির কারণে ঝুলে রয়েছে বিশ্বকাপ ভাগ্য।

ইনজুরি হানা দিয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, পাকিস্তানসহ অনেক দেশের শিবিরে।

এশিয়া কাপের সময় ইনজুরিতে পড়েন নিজের সেরা ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত।আসন্ন নিউজিল্যান্ড সিরিজও মিস করবেন তিনি।তবে বিশ্বকাপে তাকে পাওয়া যাবে বলে আশা করছেন বিসিবি। এছাড়া টাইগারদের পেস ডিপার্টমেন্টের অন্যতম অস্ত্র এবাদত হোসেন ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে।

এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানের বোলার নাসিম শাহ কাঁধের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এছাড়া বর্তমানে মাঠের বাইরে রয়েছেন হারিস রউফ, ইমাম উল হক ও আঘা সালমান। তবে চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরবেন তারা।

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডও বিশ্বকাপের আগে পেয়েছে বড় দুঃসংবাদ। পিঠের ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন মারকুটে ওপেনার জেসন রয়। অথচ এই বিশ্বকাপের পরই তার আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরে যাওয়ার কথা ছিল। রয়ের পরিবর্তে সুযোগ মিলছে হ্যারি ব্রুকের।

 

সবশেষ অ্যাশেজ টেস্ট ও নিউজিল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়েছেন অলরাউন্ডার বেন স্টোকস ও ক্রিস ওকস, স্পিনার আদিল রশিদ ও পেসার মার্ক উড। তবে তাদের সবারই বিশ্বকাপে ফেরার কথা জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

 

একই সিরিজে বুড়ো আঙুলের হাড় ভেঙে ইনজুরিতে পড়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।হাঁটুতে চোট পাওয়া ব্যাটার কেন উইলিয়ামসনকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া যাবে কিনা, তা নিয়েও রয়েছে শঙ্কা। এছাড়া আঙুলের চোট নিয়ে মাঠের বাইরে আছেন ড্যারেল মিচেল ও ফিন এলেন। তবে বিশ্বকাপের মঞ্চে দুইজনেরই ফেরার আশা রয়েছে।

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজে হাত ভেঙেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড। তাই বিশ্বকাপে তিনি বলতে গেলে অনিশ্চিত। শেষ পর্যন্ত হেড খেলতে না পারলে তার পরিবর্তে দেখা যেতে পারে মার্নাস লাবুশেনকে। দক্ষিণ আফ্রিকাও রেহাই পায়নি ইনজুরির কবল থেকে। বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছেন সিসান্দা মাগালা ও এনরিক নর্টজে।

এশিয়া কাপ চলাকালীন সময়ে ইনজুরির আঘাতে দল থেকে ছিটকে গিয়েছেন লঙ্কান বোলার মহেশ থিকসানা। হ্যামস্ট্রিং জটিলতায় তার বিশ্বকাপ প্রায় অনিশ্চিত। তবে বর্তমানে ইনজুরিতে থাকা দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাওয়ার আশা করছেন শ্রীলংকা টিম ম্যানেজমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *