এস্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে এই নিয়ে তিন ম্যাচ খেলে সবগুলোই জিতল লিওনেল স্কালোনির দল। যদিও এদিন আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন না মেসি।
ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। রদ্রিগো ডি পলের কর্নার কিকে বক্সের ডানদিকে বল পেয়ে জোরাল ভলি করেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে হালকা ছুঁয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায় বল। এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপর প্রথমার্ধে একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষনে ভীতি ছড়ায় আলবিসেলেস্তারা। যদিও গোলের দেখা মিলেনি আর। অন্যদিকে প্রথম অর্ধে আর্জেন্টিনার গোলমুখে প্যারাগুয়ে কোনো শর্টই নিতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন মেসি। ৫৩ মিনিটে হুলিয়ান আলভারেজের বদলি হিসেবে দেখা যায় তাকে। যদিও প্রথমার্ধের মতো আক্রমনাত্মক আর্জেন্টিনাকে দ্বিতীয়ার্ধে আর দেখা যায়নি।
তবে ম্যাচের শেষ ১৫ মিনিটে আবারো বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে আর্জেন্টিনা, বিশেষ করে মেসি। তবে বল জালে জড়ানো হয়নি আর। যোগ করা সময়ে মেসির ফ্রি কিকে বল পোস্টে লেগে বাইরে চলে যায়।
তবে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা।
এই জয়ে তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে বাছাইপর্বের পরবর্তী ম্যাচে নামবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা জিতলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করেছে। এদিন প্রথমার্ধে দুদলের কেউই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। ৫০ মিনিটে জেসুসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে ম্যাচের ৮৫ মিনিটে ভেনেজুয়েলার বেল্লো গোল করে সমতায় ফেরে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ গোলে শেষ হয় ম্যাচ।