অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচে ছিটকে পড়েছিলেন মুমিনুল হক। তখন বিসিবি সভাপতি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন আবারও ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হবে মুমিনুলকে। তবে সেটি ‘এ’ দলের সঙ্গে।
বিসিবি সভাপতি বলেন, ‘অবশ্যই মুমিনুলকে ওয়েস্ট ইন্ডিজে এ দলের সফরে পাঠানোর চিন্তা থাকবে।’ এগুলো তো আমার বলা কঠিন। আমি তো নির্বাচক, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফদের কারও সঙ্গে কথা বলিনি।
তবে মনে হচ্ছে, এটা ওর জন্য দারুণ সুযোগ হতে পারে।
বিসিবি সভাপতির এমন বক্তব্যের পর ধারণা করা হচ্ছিল আগস্টে বাংলাদেশ ‘এ’ দল যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে, সেই দলে হয়তো মুমিনুলও থাকতে পারেন।
তবে গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য এ দলের দুটি স্কোয়াড ঘোষণা করা হয়েছে।তবে নেই মুমিনুল হকের নাম।
প্রশ্ন উঠাটা স্বাভাবিক, বিসিবি প্রধান মুমিনুলকে ফর্ম ফেরাতে এ দলের সঙ্গে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পাঠানোর কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মুুমিনুল নেই কোথাও
বিসিবি সভাপতির কথায় স্পষ্ট মমিনুলকে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঠানোর মূল পরিকল্পনায় থাকবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট।
এ বিষয়ে প্রধান নির্বাচক নান্নু সংবাদ মাধ্যমকে বলেন ‘মুমিনুলকে ওয়েস্ট ইন্ডিজে এ দলের সঙ্গে পাঠাতে হবে- পাপন ভাই আমাদের এমন কোনো বার্তা বলেন নি। অপরদিকে বিষয়ে জালাল ইউনুসকে প্রশ্ন করা হলে, তিনি বলেন ‘আমার মনে হয় মুমিনুল যে অবস্থায় আছে তার জন্য সেরা প্লাটফর্ম হলো এনসিএল ও বিসিএল। সেখানে রান করলে আত্মবিশ্বাস ফিরে আসবে।’
বিসিবির করা এমন মন্তব্যর পর ধারনা করতেই পারেন মমিনুলের ফেরার পথ আরো র্দীঘ হল , আপাতত ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এ দলের সাথে থাকছেন না