ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝেই আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে যারা ছিলেন তাদের মধ্য থেকে বাদ পড়েছেন দুই ক্রিকেটার। তাইজুল ইসলামকে সরিয়ে আরেক বাহাতি স্পিনার নাসুম আহমেদকে দলে নেওয়া হয়েছে।
আর মাহমুদউল্লাহ রিয়াদকে এই সিরিজে বিশ্রাম দিয়ে তার পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে জাকির হাসানকে।নতুন করে দীর্ঘদিন দলের বাইরে থাকা পেসার শরিফুল ইসলাম ও ইয়াসির আলী সুযোগ পেয়েছেন।
এছাড়া ইংল্যান্ড সিরিজে বাকি যারা ছিলেন তারা সবাই আছেন এই দলে।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বিসিবির ঘোষিত দল :
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস,নাজমুল হোসেন শান্ত, সাাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন,ইয়াসির আলী,তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ,নাসুম আহমেদ, তাসকিন আহমেদ,এবাদত হোসেন,মোস্তাফিজুর রহমান,হাসান মাহমুদ, শরিফুল ইসলাম,জাকির হাসান।
আগামী ১৮ মার্চ সিলেটে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।