দক্ষিণ আফ্রিকায় কিছুদিন আগে টেস্ট খেলতে নেমে আম্পায়ারদের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে মেজাজ হারান বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। বাংলাদেশ দল মাঠে তেমন প্রতিক্রিয়া না দেখালেও এনিয়ে বেশ ক্ষুব্ধ। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ডারবান টেস্টের চতুর্থ দিন শেষে আম্পায়ার ইস্যুতে জানিয়েছেন, আম্পায়ারদের নেওয়া সিদ্ধান্তে ধারাবাহিকতা ছিল না। সেটি থাকলে ২৭৪ এর পরিবর্তে ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতো বাংলাদেশ দল।
সুজন বলেন, ‘আম্পায়াদের সম্মান। তারা মাঠে বিচারক। আমাদের মেনে নিতে হবে সব সময়ই। আমরা একটা রিভিউ নিলে উইকেট পেতাম, ভয়ে নেওয়া হয়নি আসলে। এত ইনকন্সটিন্টেন্স আম্পায়ারিং অনেক দিন পর দেখলাম সত্যি কথা বলতে।’