October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

আমারা সকলেই পাওয়ার হিটিং করতেন পারি – বিজয়

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়ের মতে, দলের সবারই চার-ছক্কা মারার সামর্থ্য আছে। এখন শুধু চেষ্টা করতে হবে উন্নতি করার।

তিনি আরও বলেন, আমরা কোন বোলারকে পিক করব, কোন বোলারের বলে সিঙ্গেলস বের করব, কখন মারা উচিত, কখন মারা উচিত না এসব বুঝতে হবে। ব্যাটারদের সবাই কমবেশি মারতে পারে। তাদের নিজস্ব সময় দেওয়া উচিত। ১০ বল হোক বা ৩/৪ বল হোক। এরপর চেষ্টা করলে প্রত্যেক খেলোয়াড়েরই চার-ছক্কা মারার সামর্থ্য আছে।

পাওয়ার হিটিং ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারছে না টাইগাররা। তবে বিজয় আশাবাদী, নতুন কোচ (টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম) ও অধিনায়ক সাকিবের অধীনে তারা ভালো কিছু করতে পারবে।

বিজয় আরও বলছেন, আমার মনে হয় না ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু আছে। অনুশীলনের মাধ্যমে উন্নতি সম্ভব। আশা করি এই কোচ, সাকিব ভাইর অধীনে আমরা যথেষ্ট উন্নতি করব পাওয়ার হিটিংয়ে। এটা প্রক্রিয়ার বিষয়, একদিনে হয়ে যাবে তা না। ৩ মাসে হবে, ৬ মাসে হবে। সবাই শতভাগ চেষ্টা করবে উন্নতি করার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *