মেসি ভক্তদের কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন মূহুর্তো টাই হয়তো, লিওনেল মেসির বিষন্ন মলিন মুখের দৃশ্য দেখা।
তার প্রমাণ কলম্বিয়ার বিপক্ষে মেসি যখন আশ্রুু সিক্ত নয়নে, ডাগ-আউটের পথে হাঁটা ধরেছেন, তখন মেসির সঙ্গে কেঁদে ছিলো তার কোটি ভক্ত।
যেনো সেদিন মেসি কেঁদে ছিলেন, মেসি কাঁদিয়ে ছিলেন।
অথচ তার আগে তিনি হয়েছিলেন সর্বজয়ী। সে সর্বজয়ী হতে অবশ্য পারি দিতে হয়েছিলো দুর্গম পথ। যে পথের প্রতি পদে পদে ছিলো কাটা বিছানো।
সে কাটার আঘাতে ক্ষত-বিক্ষত লিও, একটু শান্তির খোজে জীবনানন্দ দাসের মত, পৃথিবীর পথে পথে হেঁটে চলেছেন, কাতারে সেই শান্তির দেখাও পেয়েছিলেন।।
কিন্তুু মাঠের ফুটবল সর্বজয়ী লিও যেনো এখন এক ক্লান্ত প্রাণ!
চাইলে অবশ্য সর্বকালের সেরা এই ফুটবলার, রবীন্দ্রনাথের আশ্রয়ও নিতে পারেন।
বলতেই পারেন, “হে ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভুু””
ক্লান্তি থেকে বেচে থাকার জন্য, ইউরোপের পাট চুকিয়ে, চলে এসেছেন। তবুও ক্লান্তি তার পিছন ছাড়েনি।
তার প্রমাণ একের পর এক ইনজুরিতে পড়ছেন, সম্ভবত ক্যারিয়ার শেষের দিন গুলো গুনছেন।
সর্বশেষ কোপা আমেরিকা ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি।।
তারপর থেকে আর এলএম টেন এর এখন অব্দি পর্যন্ত মাঠে ফেরা হয়নি। যদিও ফেরার সম্ভবণা কয়েক বার তৈরি হয়েছে কিন্তুু সবটাই ছিলো শুভকঙ্করের ফাঁকি!
তবে ইন্টার-মায়ামি কোচ জেরার্ড টাটা মার্টিনো, ১৪ তারিখে মেজর লিগ সকারে মেসির ফেরার নিষ্চয়তা দিয়েছিলেন।।
কিন্তুু মেসি ভক্তদের জন্য দুঃসংবাদ সম্ভবত সেটা আর হচ্ছে না, নতুন খবর লিওনেল মেসি আবারও ইনজুরিতে পড়েছেন।।
মূলত,
ইন্টার মিয়ামির বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি বুধবার (১১ সেপ্টেম্বর) দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেননা, যা তার ইনজুরি নিয়ে ভক্তদের মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। আসন্ন মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে তার ফেরা নিয়ে ভক্তরা আশাবাদী ছিল কিন্তু মেসির মাঠে অনুশীলনে না থাকা নিয়ে আবারও জল্পনা শুরু হয়েছিল।
৩৭ বছর বয়সী মেসিকে বুধবার মাঠে অনুশীলন করতে দেখা না যাওয়ায় তার পুরোনো ইনজুরি ফিরে আসার গুঞ্জন বাড়িয়ে দেয়। মেসি গত দুই মাস ধরে গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠছেন। তবে আর্জেন্টিনার সাংবাদিক গাস্তন এডুলের মতে, মেসির অনুপস্থিতির পেছনে কোনো নতুন ইনজুরির কারণ নেই। তিনি বর্তমানে ফ্লু-র উপসর্গে ভুগছেন, এজন্য তাকে মাঠের বাইরে রাখা হয়েছিল।
তাই ফ্লুর-কারণে যদি ফিলাডেলফিয়ার বিপক্ষে, মেসি মাঠে ফিরতে না পারেন তবে, আটলান্টা ইউনাইটেড এর বিপক্ষে মেসি মাঠে ফিরবেন বলে সবাই আশা করছেন।।।।।।