হোক ড্রেসিং রুম,কিংবা তপ্ত রোদের উত্তপ্ত মাঠ,সিজদায় লুটিয়ে গিয়ে খোদার শুক্রিয়ায় মাতেন মোহাম্মদ রিজওয়ান! ঠোটের কোনে সর্বদা লেগে থাকে মিষ্টি হাসি,হাতে বালিশ নিয়ে ভ্রমণ করেন,সাথে একটি জায়নামাজ! আর এ-ই বিশ্বাসই হয়তো একজন বাদ পরা খেলোয়াড়কে বিশ্ব সেরা করেছেন! ব্যাট হাতে ২০২১ সালটা স্বপ্নের মত কাটিয়েছেন পাকিস্তানের এ-ই ২৯ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
টি-টোয়েন্টি ক্রিকেটের তিনি একমাত্র ক্রিকেটার যিনি এক ক্যালেন্ডার ইয়ারে ২ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন। সেই সঙ্গে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি। ফলে ২০২১ সালে পেয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার। এবার রিজওয়ানের মুকুটে যোগ হলো আরও একটি সাফল্যের পালক। ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইজডেন অ্যালমান্যাকের ২০২২ সালের সংস্করণে শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। ব্যাপারটা নিঃসন্দেহে যে কোন ক্রিকেটারের জন্য গৌরবের বিষয়। ২৯ বছর বয়সী এ পাক ক্রিকেটার ২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে দুই হাজারের বেশি রান সংগ্রহ করেন। যে রেকর্ড তার আগে আর কোনো ক্রিকেটার গড়তে সক্ষম হয়নি। ৪৫ ইনিংসে ৫৬ দশমিক ৫৫ গড়ে ২০৩৬ রান সংগ্রহ করেছিলেন রিজওয়ান। আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড তার দখলে। ২০২১ সালেই ২৯ ম্যাচের ২৬ ইনিংসে ৭৩ দশমিক ৬৬ গড়ে ১৩২৬ রান সংগ্রহ করেছিলেন পাকিস্তানের এই ক্রিকেটার। এই তালিকায় ৯৩৯ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তারই সতীর্থ বাবর আজম। শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে উইজডেন অ্যালমান্যাকে রিজওয়ানকে অন্তর্ভুক্ত করতে গিয়ে অ্যালেন গার্ডনার লিখেন, ‘টি-টোয়েন্টিতে ব্যাটিংকে একটি বৈচিত্র্যময় কাজ বলে মনে করা হয়। একজন খেলোয়াড় এখানে ব্যাটিং প্রদর্শনী করে উপরে উঠার জন্য দারুণ কারুকার্যতা দেখান। কিন্তু কেউই রিজওয়ানের মতো এতোটা দেখাতে পারেননি।’ তিনি আরও লিখেন, ‘তার ব্যাটিং ভালো করে দেখলেই বুঝবেন। তিনি এমনভাবে ব্যাটিং করেছিলেন যেন কারও আশীর্বাদ। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের দশ উইকেটের পরাজয়ে তার খেলা ৫৫ বলে ৭৯ রানের ইনিংসটি নিয়ে আইসিসি একটি ভিডিও করেছিল। যেটাতে দেখে গেছে তার মনোমুগ্ধকর ইনিংস।’ রিজওয়ানের পরিসংখ্যান কতোটা উজ্জ্বল ছিল সেটাও তুলে ধরেন গার্ডনার। যেখানে দেখা গেছে, টি-টোয়েন্টির অনেক গ্রেটকেও পেছনে ফেলেছেন পাকিস্তানের এই ব্যাটার। তালিকাটা অবাক করার মতো। গার্ডনার বলেন, ‘খালি সংখ্যা দিয়েই রিজওয়ানের ভয়ঙ্করতা বুঝানো যাবে। আন্তর্জাতিকে ৭৩ গড়ে ১৩২৬ রান ও সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে তিনি ৫৬ গড়ে ২০৩৬ রান করেছেন। যেটা ক্রিস গেইল, বিরাট কোহলির মতো ব্যাটাররাও পারেননি। এমনকি পারেননি রিজওয়ানের ওপেনিং বাবর আজমও। যিনি গত বছর নিজেই ১৭৭৯ রান করেছিলেন।’ সব মিলে মোহাম্মদ রিজওয়ান উড়ছেন, আর মুখের কোনে মিষ্টি করে হাসছেন,হয়তো ভাবছেন,সবকিছুই ওনার দান,আর বলছেন আলহামদুলিল্লাহ।