জমে উঠেছে এবারের বিপিএলের আসর। ইতোমধ্যে শেষ হয়েছে টুর্নামেন্টটির অর্ধেকেরও বেশি ম্যাচ । যেখানে কাল চট্রগ্রাম পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুর্দান্ত ঢাকা আর ছন্দে থাকা ফরচুন বরিশাল। যদিও নিজেদের সর্বশেষ ম্যাচেও এই দুই দল মুখোমুখি হয়েছিল।তবে এবার তাসকিনদের সামনে সুবর্ণ সুযোগ।তবে এদিন তামিমদের হারাতে আরো শক্তিশালী হয়ে ফিরতে হবে ঢাকাকে।
যদিও এবারের বিপিএলে বড় এক হতাশার নাম দুর্দান্ত ঢাকা। অথচ প্রথম ম্যাচেই আগের আসরের শিরোপাজয়ী দল কুমিল্লাকে হারিয়ে বিপাএলের শুভ সূচনা করে তারা। কিন্তু তার পরের গল্প শুধুই হতাশা আর আক্ষেপের। বিপিএল যখন শেষের দিকে তখনও তাদের নামের পাশে মাত্র এক জয়।
যদিও ওই জয় নিয়েও বিপিএলের প্লে-অফের ক্ষীন আশা ছিল তাদের।তবে বিপিএলে নিজেদের নবম ম্যাচে হার,সেই আশায় জল ঢেলে দিয়েছে ফরচুনরা। ফরচুন বরিশালের কাছে বড় পরাজয়ে সবার আগে প্লে-অফ দৌড় থেকে ছিঁটকে গেছে ঢাকার ফ্রাঞ্চাইজিটি।তবে এবার অনেকটা নিয়ম রক্ষার ম্যাচে ঢাকার প্রতিদ্বন্দ্বী বরিশাল।
অবশ্য এই ম্যাচে তামিমদের হারানোর সুযোগ পাবে তাসকিনদের ঢাকা। সেক্ষেত্রে এবার শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে হবে দুর্দান্ত ঢাকাকে। আসরের দ্বিতীয় জয় তুলতে হলে তাসকিনদের সাজাতে হবে শক্ত ব্যাটিং লাইন আপ।রানে ফিরতে হবে নাইম সাব্বিরদের। নিজের দায়িত্ব পালনে এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এলেক্স রোজ – সিলভাদের।
তবে বোলিং লাইনে অনবদ্য ঢাকা দল। এই আসরের সর্বোচ্চ উইকেট শিকারিও দলটির তারকা পেসার শরিফুল ইসলাম। তার উপর তাসকিনরাতো আছেই। আর তাই বোলিং নিয়ে বেশি একটা ভাবতে হবেনা দলটিকে।
এদিকে চট্রগ্রামের মাটিতে এদিন জয়ের বিকল্প থাকছেনা ফরচুনদের। সেক্ষেত্রে যেকোনো মূল্যে ঢাকাকে হারাতে চাইবে তামিমের দল। অবশ্য নিজেদের সর্বশেষ ম্যাচে যে লাইনআপ নিয়ে মাঠে নেমেছিলেন ফরচুনরা,চাইলেই এদিন জয় ছিনিয়ে আনতে পারবে তারা।
একেই দলটিতে রিয়াদ – সৌম্যরা আছে দারুন ছন্দে।তার উপর নিজের দিতে মিরাজ – মালিকদের আটকানো কঠিন। তাছাড়া উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম তো আছেনই রানের চাকা সচল রাখতে। এদিকে সাইফুদ্দিন বোলে ব্যাটে রীতিমত আগুন ধরাচ্ছেন গত দুই ম্যাচে। সেক্ষেত্রে রান তোলা নিয়ে বেশি একটা বিপাকে পরতে হচ্ছেনা তাদের।
অন্যদিকে বোলিংয়ে বরিশাল শক্তিশালী দল।মিরাজ – ম্যাকেদের দুর্দান্ত বোলিং,আর সাইফুদ্দিনের ঠিক সময়ে বোলের আঘাত কুপোকাত করতে পারে যেকোনো বোলারকে।আর তাই এদিন জয়টা মোটেও কঠিন কিছু হতে যাচ্ছে না ফরচুনদের জন্য।
এদিকে বুধবার দুপুর দেড়টায় মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্রগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে।