October 9, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

আবারও ছিটকে গেলো শরিফুল ইসলাম

চলছে চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা। তবে শেষ দিনে এসে দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ দল। এই ম্যাচ থেকে ছিটকে গেছেন শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসারের আর খেলা হচ্ছে না। ইনজুরির কারণে মিস করবেন বাকি সময়ের খেলা।

এই সময়ে বদলি বোলারও নিতে পারবে না বাংলাদেশ দল। এমনকি ব্যাটিংও করতে পারবে না তার বদলি হিসেবে। তবে একজন ফিল্ডার নিতে পারবে টাইগাররা। আর সেই ফিল্ডার নিয়েই লঙ্কানদের বিপক্ষে খেলছে দল। বদলি ফিল্ডার হিসেবে ইয়াসির আলি রাব্বিকে মাঠে নামিয়েছে বাংলাদেশ।

মূলত গতকাল বুধবার বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট করতে গিয়ে হাতে আঘাত পান শরিফুল। কাসুন রাজিথার বলে ডান হাতে আঘাত পান ব্যাট করতে নামা শরিফুল। শুরুতে খেলা চালিয়ে গেলেও, একটা সময় গিয়ে আর চালিয়ে নিতে পারেননি। যার ফলে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামতে পারবেন না।

মাথায় আঘাত না পাওয়ায় কিংবা করোনাভাইরাসজনিত কারণ না থাকায়, তার বদলি নিতে পারবে না বাংলাদেশ। ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আইনে নিয়ম নেই বদলি নেওয়ার। শুধুমাত্র ফিল্ডার নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। যদিও শেষ দিন হওয়ায় খুব একটা প্রয়োজনও আর নেই বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *