December 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

আফগানিস্তানকে ‘২৫৩’ রানের টার্গেট দিলো বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৫৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ভালো শুরু এনে দিলেও বেশিক্ষণ ঠিকতে পারেননি এই বাঁহাতি ওপেনার। আফগান বোলারদের সামনে চওড়া হয়ে উঠেও আল্লাহ গাজানফারের বলে মিড অফে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান তামিম।

এরপর দলের হাল ধরেন সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত৷ এই দুই জনের ব্যাট থেকে আসে অবিচ্ছেদ্য ৭১ রানের পার্টনারশিপ। তবে ফিফটি পেলেও খরুচে ব্যাটিং করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের ব্যক্তিগত ৭১ রানের ইনিংসে খরচ করেছেন ১১৯ বল। সৌম্য ব্যক্তিগত ৩৫ রান নিয়ে আউট হলে মেহেদী হাসান মিরাজকে নিয়ে আফগান বোলারদের সামনে প্রতিরোধ গড়েন শান্ত। নিজে খরুচে ব্যাটিং করলেও এক পাশে ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন শান্ত। অন্যপাশে আগের ম্যাচের মতোই ব্যর্থ ছিলেন তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদরা।

তবে একদিনের ম্যাচে আজকে অভিষেক হওয়া জাকের আলী অনিকের ব্যাট থেকে আসা রানে একটি সম্মানজনক স্কোর দাঁড় করায় টাইগাররা। শেষের কয়েক ওভারে জাকের আলী অনিক ও নাসুম আহমেদ মিলে বোর্ডে জমা করেন ৪৬ রান। সব মিলিয়ে আফগানিস্তানের সামনে ২৫৩ রানের লক্ষ্য দাঁড় করালো টাইগাররা। সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজকে টাইগারদের জিততে হবে এই ম্যাচটি। আগের ম্যাচে জিতে ১-০ তে এগিয়ে আছে আফগানরা।

সংক্ষিপ্ত স্কোরঃ-
বাংলাদেশ ২৫২/৭ (৫০)
শান্ত ৭৬
জাকের ৩৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *