December 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

আফগানদের বিপক্ষে সিরিজ বাঁচাতে পারবে কী বাংলাদেশ?

আগামীকাল বিকাল সাড়ে চারটায় আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ ইতিমধ্যে প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হারের কারণে সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না। টানা ৮ ম্যাচ ধরে জয়হীন টাইগাররা। দ্বিতীয় ওয়ানডের আগে মুশফিকের ইনজুরি দলের পারফরম্যান্সে বিরূপ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তার অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেতে যাচ্ছেন অনভিষিক্ত জাকের আলী। যা ম্যাচের আগে নিশ্চিত করেছেন মেহেদী হাসান মিরাজ। আগামী ম্যাচের একাদশে এক পেসার কমিয়ে একজন স্পিনার বেশি খেলানো হতে পারে। ভিসা জটিলতায় থাকা নাসুম দলে সাথে যোগ দিয়েছেন। শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে এই স্পিনারকে। পিচ মূলত বোলিং বান্ধব হবে। তবে পিচের রূপ যেকোন সময়ে বদলাতে পারে। গত ম্যাচের মতো এই ম্যাচেও পিচ অদ্ভুত আচরণ করতে পারে। তাই ব্যাটসম্যানদের আগের ম্যাচের ভুল এই ম্যাচে পুনরাবৃত্তি করা চলবে না। টস এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টস জিতে ব্যাটিং নেওয়া হবে সঠিক সিদ্ধান্ত। দিবা-রাত্রির ম্যাচ তাই রাতে ডিউ পড়তে পারে। বলের গতিবিধি পরিবর্তন হয়ে যেতে পারে। স্পিনার অতিরিক্ত সুবিধা পাবেন। বাংলাদেশ আগে ব্যাট করলে এই পিচে ২৫০ রান হবে আইডিয়াল স্কোর। আর যদি পরে ব্যাট করে তাহলে আফগানদের ২২০-২৩০ এর মধ্যে আটকিয়ে রাখতে হবে। নাহলে টার্গেট চেজ করা কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের জন্য এই ম্যাচ জিতা খুবই গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য এই সিরিজ। তাই পুরো দল চাইবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে লিড নিতে। এই ম্যাচ জিততে হলে ব্যাটারদের নিতে হবে গুরু দায়িত্ব। দেখা যাক, টাইগাররা কেমন পারফর্ম করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *