বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আগামী আসরের জন্য বিদেশি তারকা রশিদ খানকে দলে ভেড়ানোর কথা জানাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।যার ফলে আট বছর পর আবারো বিপিএলে দেখা যাবে রশিদ খানকে।সবশেষ ২০১৭ সালে কুমিল্লার হয়েই বিপিএল খেলেছিলেন তিনি।
এর আগে গত আসরে খেলা পাকিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, আন্দ্রে রাসেল ও অলরাউন্ডার সুনিল নারিনকে আগামী আসরের জন্য ধরে রেখেছে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বুধবার (২০ সেপ্টেম্বর) রশিদ খানকে দলে ভেড়ানোর খবরটি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।আনুষ্ঠানিক এক বিবৃতিতে কুমিল্লা জানিয়েছে, রশিদ খান, গুগলির রাজা ভিক্টোরিয়ান্সের জার্সিতে রাজত্ব করতে আসছেন।
২০১৬ সালে কুমিল্লার হয়েই রশিদের বিপিএল অভিষেক হয়। সেবার ৭ ম্যাচে তার শিকার ছিল ৬ উইকেট। পরের আসরে একই দলের হয়ে ২২ গজ মাতান তিনি। এবার ৮ ম্যাচে নেন ১৩ উইকেট। এরপরই সাড়া ফেলেন ক্রিকেট দুনিয়ায়। এবার বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে আবারও তাকে দলে টেনেছে কুমিল্লা।
আগের মৌসুমে কুমিল্লার হয়ে খেলা জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস, স্পিনার তানভির ইসলাম ও পেসার মুস্তাফিজুর রহমানকে দলে রেখে দেয় কুমিল্লা। এছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে যুক্ত করেছে নাফিসা কামালের দল।