October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ফুটবল বাংলাদেশ

আগামীকাল ঢাকায় আসবেন রোনালদিনহো : এখনো জানা যায়নি সফরসূচি

 

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমলিয়ানো মার্টিনেজের পর এবার বাংলাদেশে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার। আগামীকাল বুধবার ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা ফুটবলার রোনালদিনহোর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। বাংলাদেশে ব্রাজিলের অসংখ্য ভক্ত রয়েছে। তবে রোনালদিনহোর সফরসূচি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ এসেছিলেন। মার্টিনেজকে ঢাকায় এনেছিলেন ভারতের স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। তিনিই রোনালদিনহোকে ঢাকায় নিয়ে আসছেন। রোনালদিনহোর সফরসূচি নিয়ে তার সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কিছু বলেননি।

 

রোনালদিনহোর ঢাকা সফর নিয়ে কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের কয়েকজন। এদের মধ্যে অন্যতম মেহেদী জামান সনেট। তিনি রোনালদিনহোর ঢাকার কর্মসূচি সম্পর্কে বলেন, ‘এখনো চুড়ান্ত সূচি হাতে পাইনি। কলকাতা থেকে যতটুকু জেনেছি সকালের পরিবর্তে দুপুরের পর আসবে। মুল অনুষ্ঠানটা সন্ধ্যা সাড়ে সাতটায় হবে। মধ্যরাতেই বাংলাদেশ ত্যাগ করার কথা।’

ঢাকার রেডিসন হোটেলে উঠবেন রোনালদিনহো। রেডিসনেই অনুষ্ঠান হওয়ার কথা। হোটেল রেডিসনে যোগাযোগ করে জানা গেছে, রোনালদিনহো রেডিসনে কিছু সময় থাকবেন এর বেশি কিছু তারা অবগত নন। রোনালদিনহোকে যারা বাংলাদেশে আনছেন সেই ব্যক্তি/প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীরা সাক্ষাৎতের সুযোগ পাবেন।

এমি মার্টিনেজের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। তবে রোনালদিনহোর সঙ্গে দেখা করতে পারবেন জামাল, এমনটি নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *