December 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ

আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

১৬ সদস্যের টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও শহিদুল ইসলাম।


ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমান বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস ও ডেভন থমাস।
রিজার্ভ: ত্যাগনারায়ণ চন্দরপল ও শেরমন লুইস

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। স্যার ভিভ রিচার্ডস আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। তবে বাংলাদেশে ভক্তদের জন্য দুঃসংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দেখাবেনা বাংলাদেশের কোন টিভি চ্যানেল (গতকাল রাত ৩:০০টা পর্যন্ত খবর)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের নেই জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার জায়গায় সুযোগ পাওয়া ইয়াসির আলী রাব্বি ছিটকে গেছেন ইনজুরির কারণে। ২ ফাস্ট বোলার তাসকিন এবং শরিফুল ইসলাম না থাকলেও অন্যদিকে একাদশে ফিরছেন মুস্তাফিজুর রহমান। সেইসাথে অধিনায়ক হিসেবে সাকিবের শুরু হচ্ছে নতুন যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *