গেলো বছরটা ব্যাট হাতে একদমই নিজের করে কাটিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম,তিন ফরম্যাটেই ছুটিয়েছেন রানের ফোয়ারা। আর তাতে আইসিসির পক্ষ থেকে বড়সড় সুখবর পেলেন পাকিস্তানের অধিনায়ক।
তিন ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে বছরের সেরা খেলোয়াড়কে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি পুরষ্কার দিয়ে থাকে আইসিসি। এবার সেই পুরষ্কারের জন্য পাকিস্তানের অধিনায়ককে নির্বাচিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে ঘোষণাটি জানিয়েছে সংস্থাটি।