সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন বিরাট কোহলি। বিশ্বকাপ জেতার স্বাদ না পেলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। বিশ্বকাপ শেষেই আবারও মাঠে নামে ভারত-অস্ট্রেলিয়া। সেই সিরিজ খেলেননি কোহলি সহ বেশকিছু ভারতের নিয়মিত ক্রিকেটার। তবে কোহলি আপাতত সাদা বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্রাম চেয়েছেন।
জানা যায়, ভারতীয় এই ব্যাটার বিসিসিআই ও নির্বাচকদের জানিয়েছেন আপাতত সাদা বলের ক্রিকেট থেকে দূরে থাকতে চান তিনি।
ধারণা করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দিয়ে ক্রিকেটে ফিরবেন কোহলি। তবে সেই সিরিজেও সাদা বলের ক্রিকেট খেলবেন না তিনি। আপাতত লাল বলের ক্রিকেট খেলতে চান বিশ্বকাপ মাতানো এই ক্রিকেটার। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচে তাকে পাওয়া যাবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৬ ডিসেম্বর দেশ ছাড়বে ভারতীয় দল। সেই সফরে তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডের পাশাপাশি দুইটি টেস্ট খেলবে ভারত। ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। আর টেস্ট সিরিজ শুরু ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে। কোহলি এই তিন সিরিজের মধ্যে শুধু টেস্ট খেলবেন।