চলতি মাসের শেষেই শুরু হবে এশিয়া কাপ। আগামী অক্টোবর নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।সামনে এত বড় বড় দুটি আসরে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন কে,তা এখনো অজানা।
অধিনায়ক ইস্যুতে জরুরী বোর্ড সভা করেও শেষ পর্যন্ত চূড়ান্ত ফয়সালা করতে পারেনি বিসিবি।তবে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ওয়ানডে অধিনায়কের জন্য সম্ভাব্য কয়েকজন ক্রিকেটারের নাম বলেছিলেন।তার মধ্যে ছিল সাকিব, লিটন ও তরুণ মেহেদী হাসান মিরাজ।
বৃহস্পতিবার অধিনায়কত্ব ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন লিটন দাস।
বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের উপর। দু-একদিনের ভেতরে আমরা সবাই নিউজটা পেয়ে যাব।আমি বলার থেকে বোর্ড থেকে জানলে বিষয়টা আরো ভালো হবে।এই বিষয়ের জন্য আপনারা আর একটু অপেক্ষা করেন.।
আসন্ন দুটি বড় আন্তর্জাতিক আসরে নিজের ব্যক্তিগত লক্ষ নিয়েও কথা বলেছেন লিটন। তিনি বলেন,দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলার কারণে দল আমার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করে। আমিও চাই দেশকে ভালো কিছু দিতে।আমি আমার তরফ থেকে শতভাগ চেষ্টা করব।
ক্রিকেট
বাংলাদেশ
অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন লিটন
- August 10, 2023
- 0 Comments
- Less than a minute
- 1 year ago