বিশ্বকাপে টানা ব্যর্থ হওয়ার পর অধিনায়ক বাবর আজমকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল।গুঞ্জন শোনা যাচ্ছিল বাবরকে বোর্ড থেকে নেতৃত্ব ছাড়ার জন্য বলা হচ্ছিল। না হলে বোর্ড থেকেই তাকে সরিয়ে দেওয়া হবে।
শেষপর্যন্ত বিশ্বকাপে ব্যর্থতার দায় মেনে নিয়ে পর সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম। টুইটারে এক বার্তায় এ কথা জানান তিনি।
বাবর বলেন, ২০১৯ সালে পিসিবি আমাকে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেয়। গত চার বছরে মাঠে ও মাঠের বাইরে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। খেলোয়াড়, কোচ এবং আবেগপ্রবণ পাকিস্তান ক্রিকেটের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবর।
বাবর জানান, “আজ, আমি অধিনায়কের পদ থেকে সরে যাচ্ছি
সব ফরম্যাটেই পাকিস্তান। এটা একটি কঠিন
সিদ্ধান্ত কিন্তু আমি মনে করি এটা এর জন্য সঠিক সময়। আমি একজন খেলোয়াড় হিসেবে তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যাব। নতুন অধিনায়ক এবং দলকে আমার সমর্থন থাকবে।
আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য।
জিও সুপার জানিয়েছে, পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজে অধিনায়ক হতে পারেন শান মাসুদ, টি-টোয়েন্টির দায়িত্ব পেতে পারেন শাহিন আফ্রিদি।